সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বিএনপি বিলুপ্তির পথে : তোফায়েল

ভোলা প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নামে একটা দল আছে, তারা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে না। তারা শুধু ভোটের সময় আসে। বিএনপি বিলুপ্তির পথে এগিয়ে চলছে। আর আওয়ামী লীগ ভোটের জন্য রাজনীতি করে না। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। গতকাল দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঈদ উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর সালাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে তোফায়েল আহমেদ আরও বলেন, এ দেশে বিএনপি ক্ষমতায় ছিল। কিন্তু লুটপাট ছাড়া কিছু করেনি। আজকে বিএনপির করুন অবস্থা। বিএনপি বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল। এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বলে। ৬ জন এমপি হয়েছিল। ৫ জন শপথ নিয়েছে। আবার তাদের মহাসচিব মির্জা আলমগীর শপথ নেননি। তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হতে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তিনি আরও বলেন, ভোলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভোলায় প্রচুর প্রকৃতিক গ্যাস রয়েছে। সে গ্যাস দিয়ে শিল্প-কারখানা গড়ে উঠবে। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও ভোলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক আবদুল মমিন টুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, তোফায়েল আহমেদের কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর