সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজারে ক্রেতার ঢল

ঈদ কেনাকাটার শেষ পর্যায়

নিজস্ব প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে ঈদ। আগামীকাল মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ফলে শেষ পর্যায়ের কেনাকাটায় রাজধানীর শপিং মল থেকে শুরু করে ফুটপাথের বাজার পর্যন্ত ক্রেতার ঢল নেমেছে। বিক্রেতারা জানান, সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে জমজমাট বেচাবিক্রি। শপিং মলগুলোতে ক্রেতা সামলাতে বিক্রেতাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। মাসের শুরুতে অনেকের বেতন-বোনাস হয়ে যাওয়ায় এ অবস্থা চলছে। সরেজমিন দেখা গেছে, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল গতকাল দুপুরে ক্রেতার চাপে সরগরম হয়ে উঠেছিল। মেয়েদের সালোয়ার-কামিজ ও শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি-পায়জামা ও শার্ট-প্যান্ট ছাড়াও শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের প্রসাধনী কিনতে এই শপিং মলটিতে মানুষ ভিড় জমান। এ ছাড়া ঢাকার এলিফ্যান্ট রোডের ঘড়ির দোকানগুলোতেও ছিল তরুণ-তরুণীদের ভিড়। তরুণী-কিশোরীদের প্রসাধনী কিনতে ভিড় দেখা গেছে চাঁদনী চক মার্কেটেও। এই মার্কেটে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থী ঈশিতা খন্দকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পাথর ও পুঁতির কম্বিনেশনে বড় কানের দুল খুঁজছি। এর সঙ্গে মিলয়ে কাজ করা চুড়ি কিনব।’ এ ছাড়াও তরুণীদের মালা, পায়েল, চুড়ি, গয়নার সেট, হাতের আংটির মতো অলংকার কিনতে দেখা গেছে। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছিলেন প্রসাধনী বিক্রেতারাও। তারা জানান, মেয়েদের বিভিন্ন ধরনের মেকআপ আইটেম, লিপস্টিক, আইলাইনার, মাশকারা, সুগন্ধি, ছেলেদের হেয়ার জেল ইত্যাদি পণ্যের চাহিদা বেশি। প্রসাধনীর মধ্যে ম্যাক, লাকমে, নাইওর, জর্ডানা ব্র্যান্ডের বিক্রি বেশি। বসুন্ধরা সিটি শপিং মলে একটি প্রসাধনীর দোকানে সুগন্ধি দেখছিলেন এনজিও কর্মকর্তা শরীফ হাসান। তিনি বলেন, ‘ছেলেদের প্রসাধনী বলতে সুগন্ধি। তাই ভালো মানের একটি সুগন্ধি কিনব বলে ঠিক করেছি। আর বাবার জন্য আতর কিনব।’ চোখে পড়ার মতো ভিড় ছিল রাজধানীর যমুনা ফিউচার পার্কেও। দেখা গেছে, একদল ক্রেতা বের হচ্ছেন হাতে হাতে ঈদের কেনাকাটার ব্যাগ নিয়ে, একই সঙ্গে আরেক দল প্রবেশ করছে শপিং মলে। ঈদ সামনে রেখে ক্রেতা আকর্ষণে এখানে মেহেদি উৎসবেরও আয়োজন করা হয়েছে। এ ছাড়াও রাজধানীর নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, রাপা প্লাজা ও ইস্টার্ন প্লাজাসহ অন্যান্য শপিং মলের প্রসাধনীর দোকানগুলোতেও গতকাল ছিল ক্রেতার উপচে পড়া ভিড়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর