শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বাহারি রঙের টুপি বিক্রি জমজমাট

বগুড়া

আবদুর রহমান টুলু, বগুড়া

বাহারি রঙের টুপি বিক্রি জমজমাট

ঈদের বেশি দেরি না থাকায় বগুড়া শহরে টুপি-আতরের চাহিদা বেড়েছে। বগুড়ার ঈদ মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে বিভিন্ন দাম আর মানের আতর। এর সঙ্গে বিক্রি হচ্ছে সুরমা, তসবিহ, জায়নামাজ। বগুড়ার মার্কেটগুলোতে শিশু ও কিশোররা বাহারি রঙের টুপি কিনছে। নানা রঙের টুপিগুলোতে আকর্ষণ বাড়ছে শিশুদের।

ঈদ প্রস্তুতির শেষ মুহূর্র্তে জমে উঠেছে আতর, সুরমা, টুপি, জায়নামাজ আর তসবিহ বিকিকিনি। ঈদের নামাজে যাওয়ার আগে নতুন পাঞ্জাবি-টুপির সঙ্গে আতর মেখে ও চোখে সুরমা লাগানোর রেওয়াজ রয়েছে এ দেশের মুসলমানদের। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বৃক্ষের সঙ্গে মানুষের মেধার সমন্বয়ে তৈরি আতর এখন মুসল্লিদের ধর্মীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল বগুড়া শহরের নিউমার্কেটের বড়মসজিদ লেন, নিউমার্কেট, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আতরের দোকান বসেছে অর্ধশত। আতর, সুরমা, টুপির দোকান ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে সব দোকানে আতর, সুরমা, টুপি ও জায়নামাজের বিকিকিনি জমজমাট। বগুড়া শহরের টুপি আতর বিক্রেতারা জানান, কাঁচা বেলি, গন্ধরাজ থেকে শুরু করে দুবাইয়ের আল জিহাদ, আল হারামাইন, ভারতের আল নাঈম ছাড়াও সুলতান, সিলভার, শফট, বাখর, আসিল, উদ, লর্ডসহ নানা দেশের আতর রয়েছে। আছে ফেরদৌস, কিসওয়াতুল কাবা, দিলরুবা, আম্বর, জেসমিন, ইরানিসহ হরেক পদের আতর এবার বিক্রি হচ্ছে বেশি। ৬ ও ২৫ এমএলের ছোট ছোট কাঁচপাত্রের আতরের দাম পড়বে ৫০ থেকে ৪০০ টাকা। বগুড়া শহরের বড়মসজিদ লেনের দোকানগুলোতে পাকিস্তান ও ভারতীয় সুরমার পাশাপাশি মিলবে দেশি সুরমা। পাকিস্তানি হাশেমী সুরমা, লতিফ সুরমা, ভারতীয় খোজাতি সুরমা, মোমিরা সুরমা পাওয়া যাচ্ছে। আর সুরমাদানিসহ পরিমাণ মতো দেশি সুরমা ৫০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। বগুড়া শহরের নিউমার্কেটের টুপি বিক্রেতা হাবিবুল্লাহ জানান, তার টুপির দোকানে আতর ও সুরমা বিক্রি হচ্ছে। আতর এখন হরেক রকমের রয়েছে। ঈদ সামনে রেখে এখন আতর ও টুপির চাহিদা বেড়েছে কয়েকগুণ। দেশি টুপি ৩০ থেকে ১৫০ এবং দুবাই, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের জায়নামাজ ৭০০ থেকে হাজার টাকায় মিলবে। ক্রিস্টাল তসবিহ ৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। শিশু-কিশোররাও বিভিন্ন রঙের টুপি কিনছে। বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় ঈদ সামনে রেখে টেবিল দিয়ে ভ্রাম্যমাণ আতর, টুপি ও সুরমা বিক্রেতা আবু তালেব জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ায় আতর, টুপি, সুরমা বেশি বিক্রি হয়। দেশি আতর ৩০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যায়। ৩০ টাকার আতরে ১০ থেকে ১৫ জন ব্যবহার করতে পারবেন। দেশি আতরের মধ্যে রয়েছে দরবার, কাঁচাবেলি, গন্ধরাজ, হালাল, মদিনাসহ বিভিন্ন নামের। কিছু আতর প্যাকেট করে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। সুরমাও বিভিন্ন নামে রয়েছে। ভিন্ন ভিন্ন নামের সুরমা ভিন্ন দামে বিক্রি হচ্ছে। বগুড়া নিউমার্কেটের আতর টুপি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রজনীগন্ধা, হাসনাহেনা, জমজম, গোলে লায়লা, জুঁইসহ নানা ফুলের সুগন্ধের আতরগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে দুবাই, ভারত, সৌদি আরব, ফ্রান্সের বিভিন্ন ব্র্যান্ডের আতরের চাহিদাও রয়েছে। বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে টুপি ক্রেতা আবু সাঈদ জানান, ঈদে পরিবারের সবার জন্য জামাকাপড়, সেমাই চিনি সব কেনা শেষ। বাকি ছিল শুধু আতর, সুরমা আর টুপি কেনার। ১৮০ টাকার মধ্যে সেটাও হয়ে গেল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর