মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

হাজিরা দিয়েই শেষ দিনে অফিস ছাড়েন চাকুরেরা

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে গত বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন হাজার হাজার মানুষ। গতকাল একদিন সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকায় চাকরিজীবীদের একটা বড় অংশ ঢাকা ছাড়তে পারেননি। তবে গতকাল দুপুরের পর থেকেই সরকারি ও বেসরকারি অফিসগুলো ফাঁকা হতে শুরু করে। সকালে অফিসে হাজিরা দিয়েই বাড়ির পথে বের হয়ে যান কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের চিত্র ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর থেকে খালি হতে থাকে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলো। একই চিত্র দেখা গেছে বিভিন্ন বেসরকারি অফিস আদালতেও। এমনকি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা ঈদের ছুটিতে চলে যাওয়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গতকালই। গত শুক্রবার থেকেই শুরু হয় ঈদের ছুটি। কিন্তু গতকাল সোমবার একদিন অফিস খোলা থাকায় অনেকেই আটকা পড়েন। অবশ্য নগরীর বেশির ভাগ মানুষ আগেই পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে ছুটে যান। গতকাল সচিবালয়ে গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই প্রতিটি মন্ত্রণালয়ের প্রায় প্রত্যেকটি অফিস ফাঁকা। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর                দিয়েই অফিস থেকে বের হয়ে গেছেন। সবাই ব্যাগ হাতে ছুটছেন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর অভিমুখে। ঢাকার রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। রাজধানীতে গণপরিবহনের সংখ্যা বেশ কমে গেছে। ফুটপাথ ও প্রধান সড়কগুলোও শুধুই ঘরমুখো মানুষের ঢল চোখে পড়েছে।

একই অবস্থা ব্যাংকপাড়া মতিঝিলেও। ব্যাংকিং কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ির পথে রওনা হয়েছেন। অন্যদিকে শেষ দিনে ব্যাংকগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কারণ আগামী শনিবার পর্যন্ত ব্যাংক-বীমা বন্ধ থাকবে। এ অবস্থায় গতকাল টাকা তোলার হিড়িক পড়েছিল ব্যাংকগুলোতে। এটিএম বুথগুলোতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলতে দেখা গেছে গ্রাহকদের। এদিকে আগামী রবিবারের আগে খুলছে না সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা। ফলে বৃহস্পতিবার থেকে আগামী ৮ জুন দীর্ঘ ছুটির কবলে সারা দেশ। যদিও গতকাল একদিন অফিস খোলা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর