শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে এবার ১৬৪ ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরের ১৬৪ স্থানে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহতে। এতে ইমামতি করবেন মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আলকাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক। তাছাড়া বাকলিয়া চসিক স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়। আর  লালদীঘি সিটি করপোরেশন জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে। জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া ৮টায়। চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘চসিকের উদ্যোগে জমিয়তুল ফালাহ, বাকলিয়া স্টেডিয়ামসহ বড় স্থানে ঈদ জামাত বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।’ এ ছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর