মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

৭৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধানে যাচ্ছে দুদক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ৭৪ জন মাদক ব্যবসায়ীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে অনুসন্ধানের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদক তাদের বিষয়ে অনুসন্ধানের অনুমতি দেয় বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, শিগগির এদের অবৈধ সম্পদের বিষয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। দুদক সূত্র জানায়, এর আগে স্বরাষ্ট্র মন্ত্রাণালয় থেকে ১০২ জন মাদক ব্যবসায়ীর একটি তালিকা দুদকে           আসে। এর পরিপ্রেক্ষিতে দুদক ৭৪ জনের বিষয়ে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নিয়েছে। অন্যদের বিষয়ে আগে থেকেই দুদকের অনুসন্ধান চলছে। জানা গেছে, এ মাদক ব্যাসায়ীরা কক্সবাজারের টেকনাফ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। মাদক ব্যবসা করে তারা কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে বলে অভিযোগ রয়েছে। দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এ মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ অনুসন্ধান করবে।

সর্বশেষ খবর