মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদে ভারতে যাওয়ার ভিড়ে সরগরম বেনাপোল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঈদে ভারতে যাওয়ার ভিড়ে সরগরম বেনাপোল

ঈদের লম্বা ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণ পিপাসুদের পারাপার বেড়েছে কয়েকগুণ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে যাওয়ার পাশাপাশি অনেকেই পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন দেশের বাইরে।

স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, চিকিৎসা, ব্যবসা, কেনাকাটা ও বেড়ানোর উদ্দেশে ভারতগামী পাসপোর্টযাত্রী যাতায়াত অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেড়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষও জানিয়েছেন। সূত্র মতে, ভিসার সহজলভ্যতা ও খরচ কম পড়ায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার সকাল থেকে বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টযাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সকালেও চেকপোস্টে গিয়ে দেখা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের আন্তর্জাতিক টার্মিনালের সামনে যাত্রীদের উপচে পড়া ভিড়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল। বেনাপোল থেকে কলকাতার দুরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। অল্প সময়ে কম খরচে বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে  যাওয়া যায় কলকাতা হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে। এ কারণে মানুষ এ পথে বেশি যাতায়াত করে থাকেন। ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত যে যাত্রী আসা-যাওয়া করেছিলেন তার তুলনায় পরের সপ্তাহ অর্থাৎ ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত যাত্রীর আগমন ও বহির্গমন বেড়েছে। ১৮ মে থেকে ২৪ মে তারিখ পর্যন্ত ভারত থেকে আগমন ছিল ১৭ হাজার ৬২০ জন এবং বাংলাদেশ থেকে ভারতগামী ছিলেন ২১ হাজার ৭৫৫ জন। এরপরে ২৫ তারিখ থেকে ৩ জুন পর্যন্ত ভারত থেকে আগমন ছিল ২৫ হাজার ৭৯২ জন এবং বহির্গমন ছিল ৩২ হাজারের উপরে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর