মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদ জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের উৎসবে মেতে উঠেছে দেশ। ঈদের নামাজ আদায় করার জন্য এরই মধ্যে সম্পন্ন হয়েছে মাঠ প্রস্তুতির কাজ। রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিচারপতিগণ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিক, রাজনীতিবিদসহ নগরীর সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। প্রায় পাঁচ হাজার নারীসহ প্রায় ১ লাখ মুসল্লি এবার জাতীয় ঈদগাহে এক সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। সাধারণ ঝড়-বৃষ্টিপাত নিরোধী প্যান্ডেলে মাথার ওপর আছে সিলিং ফ্যান ও মাটির ওপর বসার জন্য ত্রিপালের ওপর ম্যাট ও চাদর। ঈদ জামাত চলাকালীন বজ্রপাত ঠেকাতে এবার ঈদগাহ মাঠে বজ্র প্রতিরোধ দ  স্থাপন করা হয়েছে। ঈদ জামাত অনুষ্ঠানে কোনো ব্যত্যয় হবে না বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তবে আবহাওয়া বেশি দুর্যোগপূর্ণ থাকলে ঈদের প্রধান জামাত ঈদগাহ মাঠে না হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাত ঘিরে এবার থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবে ওয়াচ টাওয়ার ও ক্লোজড সার্কিট ক্যামেরা। জাতীয় ঈদগাহে থাকবে তিনটি প্রবেশ পথ। এর মধ্যে প্রধান ফটক সর্বসাধারণের জন্য, একটি নারীদের জন্য ও একটি ভিআইপিদের জন্য।

সর্ববৃহৎ ঈদ জামাত : দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। প্রায় ৩২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই ঈদগাহে এক সঙ্গে ১০ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। ২০১৭ সাল থেকে এই ঈদগাহে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া বরাবরের মতো এবারও দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ১০টায়। এই ঈদ জামাতে ইমামতি করবেন আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। চ্যানেল আই শোলাকিয়া থেকে সরাসরি ঈদের জামাত সম্প্রচার করবে।

বায়তুল মোকাররমে পাঁচ ঈদ জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। এরপর সকাল আটটায় দ্বিতীয় জামাত, সকাল নয়টায় তৃতীয় জামাত, সকাল দশটায় চতুর্থ জামাত এবং বেলা পৌনে এগারোটায় পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাত কখন কোথায় : ৭টায় ঃ রাজধানীতে সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে ইসলামবাগ ঈদগাহ ময়দানে (প্রথম জামাত) ও হাজারীবাগ পার্ক মাঠে। 

সাড়ে ৭টায় ঃ বাংলাদেশ জমিঈয়তে আহলে হাদিসের ব্যবস্থাপনায় পুরান ঢাকার ঈদ জামাত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে। তবে আবহাওয়া বিরূপ থাকলে বংশাল বড় জামে মসজিদে দুটি জামাত হবে- প্রথমটি সকাল সাড়ে সাতটায়, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় মসজিদ (প্রথম জামাত), শনিরআখড়া পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদ (প্রথম জামাত), মানিকনগর পুকুরপাড় জামে মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসূলবাগ জামে মসজিদ, মিরপুর ১১ সেকসনের মসজিদে বায়তুল ফালাহ, মিরপুর ১২ নং সেকশনের হারুন মোল্লা ঈদগাহ পার্ক ও খেলার মাঠ এবং কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

পৌনে ৮টায় ঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, চ্যানেল আই জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, উত্তর পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, হাজারীবাগ ভাগলপুর শাহমস্তান জামে মসজিদ।

৮টায় ঃ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ (প্রথম জামাত), সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠ, শহীদুল্লাহ হল মেইন গেইট সংলগ্ন মাঠ, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে (প্রথম জামাত), বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ (প্রথম জামাত), লালবাগ শাহী মসজিদ, ধূপখোলাস্থ ইস্ট এন্ড ক্লাব ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল মেইনগেট সংলগ্ন মাঠ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর ও খানকায়ে মোহাম্মদীয়ায়(প্রথম জামাত), ইসলামবাগ ঈদগাহ ময়দানে (দ্বিতীয় জামাত), নয়াপল্টন জামে মসজিদ, টিকাটুলিস্থ ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, মিরপুর ৯নং ওয়ার্ড শহীদ বুদ্ধিজীবী ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ (প্রথম জামাত), হাজারীবাগ পার্ক মাঠ (দ্বিতীয় জামাত), খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ মাঠ, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, দেওয়ানবাগ শরীফের বাবে রহমত মসজিদ, মগবাজার টিএন্ডটি কলোনি জামে মসজিদ, কাঁটাবনের মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ (প্রথম জামাত), উত্তরা ৫নং সেক্টর সংলগ্ন ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদ, মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে (দ্বিতীয় জামাত)। সাড়ে ৮টায় : নারিন্দা মুশুরীখোলা শাহ সাহেববাড়ী জামে মসজিদ, ফার্মগেটস্থ মসজিদে বায়তুশ শরফ জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদ (প্রথম জামাত), সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় মসজিদ (দ্বিতীয় জামাত), শনির আখড়া পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদ (দ্বিতীয় জামাত), দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসূলবাগ জামে মসজিদ (দ্বিতীয় জামাত), খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ (দ্বিতীয় জামাত), মিরপুর বায়তুল ফালাহ মসজিদ (দ্বিতীয় জামাত), মিরপুরের দারুস সালাম ফুরফুরা দরবার শরীফের মারকাজে ইশা’ আতে ইসলাম জামে মসজিদ, রূপনগর আরামবাগ ঈদগাহ ময়দান, মিরপুর বঙ্গবন্ধু শিশু উদ্যান, মোহাম্মদপুর শেখেরটেক ৩নং রোডস্থ মসজিদ আত তাকওয়া, বছিলা রোডস্থ হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদ, কামরাঙ্গীচর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাত, বসুগাও মীর বাড়ি ঈদগাহ ময়দানে। পৌনে ৯ টায়: মিরপুর দারুস সালাম ফুরফুরা দরবার শরীফের মারকাজে ইশাআতে ইসলাম মসজিদ ও ক্ষিলখেত কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ মাঠ (দ্বিতীয় জামাত)। ইসলামবাগ ঈদগাহ ময়দান (তৃতীয় জামাত)। ৯টায় : পুরান ঢাকার আরমানিটোলা ঐতিহ্যবাহী খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ (দ্বিতীয় জামাত), দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর ও খানকায়ে মোহাম্মদীয়া (দ্বিতীয় জামাত), সায়েদাবাদ আরজু শাহ দরবার শরীফ বড় মসজিদ (শেষ জামাত), মিরপুর বায়তুল ফালাহ মসজিদ (দ্বিতীয় জামাত), মাঝুখান ঈদগাহ ময়দান, রূপগঞ্জের পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ মাঠ। এছাড়া মিরপুর বঙ্গবন্ধু শিশু উদ্যানে (দ্বিতীয় জামাত) সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে।

সাড়ে ৯টায় : গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দান (দ্বিতীয় জামাত), বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবন (দ্বিতীয় জামাত), সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় মসজিদ (তৃতীয় জামাত), বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ (দ্বিতীয় জামাত), মিরপুর ১১ নং পল্লবী বায়তুল ফালাহ কমপ্লেক্স মসজিদ (দ্বিতীয় জামাত), দেওয়ানবাগ শরীফের বাবে রহমত মসজিদ (দ্বিতীয় জামাত)।

১০টায় : বরিশালের চরমোনাই কামিল মাদ্রাসা মাঠে। ইমামতি করবেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদ (দ্বিতীয় জামাত), দেওয়ানবাগ শরীফের বাবে রহমত মসজিদ (তৃতীয় জামাত)।

সাড়ে ১০টায় : বিশ্ব জাকের মঞ্জিল, বনানী দরবার শরীফ ও শেরপরি পাকুরিয়া দরবার শরীফ।

১১টায় : আজিমপুর দায়রা শরীফ মসজিদ। এছাড়া ঈদুল ফিতরের সর্বশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে চ্যানেল আই জামে মসজিদে দুপুর ১১টা ৩৫ মিনিটে।

সিলেট ঃ সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, বিভাগীয় কমিশনার কার্যালয় জামে মসজিদ ও সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদ ও বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় যথাক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। 

রাজশাহী: রাজশাহীতে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হযরত শাহ মাখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। সকাল ৭টায় দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে। একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

বরিশাল ঃ প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। দ্বিতীয় বৃহৎ জামাত সকাল সাড়ে ৮টায় ছারছিনা দরবার শরীফ মাঠে। এছাড়া ঝালকাঠির নেছারাবাদ সালেহিয়া (এনএইচ) কামিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, পটুয়াখালীর মির্জাগঞ্জে হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল সাড়ে ৭টায়, বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর দুটি করে জামাত অনুষ্ঠিত হবে ৪টি মসজিদে।

ময়মনসিংহ ঃ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এছাড়া ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মার্কাস মসজিদে সকাল ৭টায়, বড় মসজিদে সোয়া ৮টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়ায় ৯টায় ও সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

ব্রাহ্মণবাড়িয়া ঃ সকাল ৮টায় শহরের কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ।

নীলফামারী ঃ এখানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের প্রধান ঈদগাহে। এছাড়া সার্কিট হাউজ ঈদগাহ ময়দান ও বারইপাড়া নতুন জামে মসজিদে সকাল পৌনে ৯টায়, জোড়দারগা ও কলেজ স্টেশন ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, গাছবাড়ি পঞ্চপুকুর পাড়া এবং মুন্সিপাড়া আহলে হাদিস মসজিদ ঈদগাহে সকাল সোয়া ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কুড়িগ্রাম ঃ শহরের সবুজপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দ্বিতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে গোরস্থান জামে মসজিদে।

বগুড়া ঃ সকাল ৯টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আহলে হাদিসের ঈদের জামাত সকাল ৮টায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় আজিজুল হক পুরাতন ভবনে অনুষ্ঠিত হবে।

রংপুর ঃ সকাল সাড়ে ৮টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইন্স স্কুল মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর