রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি আত্মসাতের পায়তারা

তৎপর জালিয়াত চক্র

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদের সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। হারুন-অর-রশীদ মারা যাওয়ার পর তার ভাই-বোনদের ফুঁসলিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা এসব সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এসে হারুন-অর-রশীদের ছেলে আশিফ রশীদ এমন অভিযোগ করেন। আশিফ জানান, আমার দাদা নুরুদ্দিন ভূঁইয়া মারা যাওয়ার সময় ৯ সন্তান রেখে যান। আমার বাবা ছিলেন সবার বড়। ২০১৬ সালে হারুন-অর রশিদের ২ ভাই ও ৫ বোন মিলে তার আরেক বোন গুলনাহার বেগমের স্বাক্ষর জাল করে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে পৈতৃক সম্পদের ৮.২৫ একর জমি থেকে আমাদের বঞ্চিত করার পাঁয়তারা চালাচ্ছে। বর্তমানে তারা উল্লিখিত সম্পত্তি বিক্রির চেষ্টা করছে। এ ছাড়া ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে আমার বাবার নিজের নামে ক্রয় করা ২৯.৫০ শতাংশ জমিও দখলের চেষ্টা করছে জালিয়াত চক্রটি। আশিফ অভিযোগ করে বলেন, এ জালিয়াত চক্রের কর্মকান্ডে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায়  ভুগছে। আমরা আশঙ্কা করছি যে, ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি দাতা ও গ্রহীতারা পরস্পর যোগসাজশে যে কোনো সময় আমার পরিবারের চরম ক্ষতি করতে পারে। নিরাপত্তাহীনতার কারণে আমি চলতি বছর ১০ মার্চ গাজীপুর সদর থানায় একটি জিডিও করেছি। তিনি আরও বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ ভূঁইয়া ১৯৫০ সালে জয়দেবপুরে জন্মগ্রহণ করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের ওপর পশ্চিমা শাসক গোষ্ঠীর নিপীড়নের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন তিনি। তিনি ১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র  প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। জাতির এই বীর সন্তান জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের সেবায় নিবেদিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ এ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করতে একটি জালিয়াত চক্র উঠে-পড়ে লেগেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর