রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

কৃষি শুমারির তথ্য সংগ্রহ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

মাঠপর্যায়ে কৃষি শুমারির তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে আজ। চলবে ২০ জুন পর্যন্ত। এ সময় সারা দেশের শহর ও পল্লী এলাকায় শস্য, মৎস্য ও প্রাণিসম্পদের তথ্য সংগ্রহ করা হবে। ‘কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮’ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি শুমারি ২০১৯ পরিচালনা হচ্ছে। এটি দেশব্যাপী বৃহৎ আকারে পরিচালিত অন্যতম পরিসংখ্যানিক কার্যক্রম। প্রতি ১০ বছর অন্তর কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।

এদিকে কৃষি শুমারি-২০১৯ উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয়েছে। আজ দুপুর ২টায় পরিসংখ্যান         ভবন সংলগ্ন রাস্তায় এ র‌্যালি হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া উপস্থিত থাকবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন। কৃষি শুমারি পরিচালনার মাধ্যমে কৃষি খানার সংখ্যা, খানার আকার, ভূমির ব্যবহার, কৃষির প্রকার, শস্যের ধরন, চাষ পদ্ধতি, গবাদি পশু ও হাঁস-মুরগির সংখ্যা, মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্যাদি এবং কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল সম্পর্কে তথ্য পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর