রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

রূপসা মুখার্জির সুরের মুগ্ধতা

সাংস্কৃতিক প্রতিবেদক

রূপসা মুখার্জির সুরের মুগ্ধতা

নিজ দেশ ভারত কাঁপিয়ে এবার বাংলাদেশেও ঝড় তুললেন শিল্পী ও সংগীত পরিচালক রূপসা মুখার্জি। সুরের মূর্ছনার সঙ্গে উদ্দামতা ছড়িয়ে দিলেন অনুষ্ঠানস্থলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুর ছড়িয়ে দিয়ে লোকসংগীত ও কাওয়ালির অনবদ্য পরিবেশনায় সুরের আসরকে অনন্য করে তুললেন ভারতীয় এই শিল্পী। সুর-তাল-লয়ের শৈল্পিক সেতুবন্ধে সুরের সমঝদাররাও হারিয়ে যায় সুরের সমুদ্রে। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই রূপসা মুখার্জির সুরের খেলায় অন্য এক আনন্দের উচ্ছ্বাস দোলা দিল রাজধানীর সংগীতানুরাগীদের মাঝে। ঈদ আনন্দ আয়োজনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় লাইভ মিউজিক বাই রূপসা শীর্ষক এই সংগীতসন্ধ্যা। অল ইন্ডিয়া রেডিওতে গাওয়া কাওয়ালি ‘ইয়া পরওয়ারদিগার আল্লাহ’ পরিবেশনার মধ্য দিয়েই সুরের ঝাঁপি খোলেন শিল্পী। এরপর তিনি একে একে গেয়ে শোনান সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবির একটি গান। গেয়ে শোনান ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’। ভারতীয় বাংলা সিনেমা ‘অতিথি’র গান ‘বৃষ্টি এলো’, জি বাংলা সিনেমার ‘লাভ ক্যাফে’ চলচ্চিত্রের ‘ও সজন’ পরিবেশনের পর বহুমাত্রিক প্রতিভার এই শিল্পীর কণ্ঠে গীত হয় রবীন্দ্রনাথের গান ‘আমার পরান যাহা চায় ’ ও ‘পুরনো সেই দিনের কথা’। এরপর তিনি গেয়ে শোনান জাতীয় কবির ‘নূরজাহান-নূরজাহান’ ও ‘কাবার জিয়ারতে’ নামের দুটি গান।

 ফকির লালন সাঁইয়ের ‘মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে’, আবহমান বাংলার জনপ্রিয় লোকগান ‘ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে’ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় গান ‘তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে যাব না’ পরিবেশন করে আমন্ত্রিত অতিথিদের সুরের বন্যায় ভাসিয়ে নিয়ে যান ও আনন্দের ঢেউ তুলে দেন। এরপর বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সুপারস্টার প্রয়াত আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে ভারতের এই শিল্পী পরিবেশন করেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। অনন্য পরিবেশনা, কণ্ঠের মাধুর্যতা আর সুরের ঢেউয়ের নান্দনিকতা অনুষ্ঠানে আগতদের শিহরিত করে তোলে। দর্শক-শ্রোতারাও মুহুর্মুুহু করতালি আর ‘ওয়ান মোর ওয়ান মোর’ আবেদনে শিল্পীর প্রতি অভিনন্দনের ডালি ছুড়ে দেয়। শাস্ত্রীয়, হিন্দি, লোকসংস্কৃতি, লালন সাঁই, রবিঠাকুর ও নজরুলের পরিবেশনায় ভার্সেটাইল কণ্ঠের অধিকারী রূপসা মুখার্জি সুরের সমুদ্রে ঢেউ তুলে এ দেশের সুরানুরাগীদের হৃদয় সিক্ত করেন এবং মানসপটে দোলা দিয়ে যান নিজের শৈল্পিকতা ও অনন্যতায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর