সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

সরকারি অফিস খুললেও উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা গতকাল থেকে খুলেছে। তবে অধিকাংশ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। যারা উপস্থিত হয়েছেন তারা ছিলেন বেশ খোশ মেজাজে। সময় কাটিয়েছেন কুশল বিনিময়, আড্ডা আর গল্প-গুজবে। সংশ্লিষ্টরা বলেছেন, আগামী সপ্তাহের আগে পুরোপুরি কর্মচঞ্চল হয়ে উঠবে না অফিস পাড়া। গতকাল সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রণালয়ের দফতরগুলোতে উপস্থিতি একেবারেই কম। সপ্তাহের প্রথম কর্মদিবসে যেভাবে প্রাণ চঞ্চল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সে রকম কোনো পরিবেশ গতকাল ছিল না। দর্শনার্থীদের ভিড়ও ছিল না। বেশ কয়েকজন মন্ত্রী দফতরে এসেছেন। কুশল বিনিময় করেছেন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে। করেছেন টুকটাক কাজও। অনেকে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষরও করেছেন। কেউ কেউ আবার কর্মকর্তা-কর্মচারী এবং মন্ত্রীদের সঙ্গে দেখা করতে আসা অতিথিদের মিষ্টি মুখ করিয়েছেন। সব মিলিয়ে গতকাল সচিবালয় ছিল অনেকটা নিরুত্তাপ। সচিবালয়ের বাইরে মতিঝিলের ব্যাংক পাড়ায়ও তেমন ভিড় ছিল না। কর্মকর্তাদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে কম। এখনো কোলাহলমুখর হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। শেয়ার মার্কেট খুললেও সেখানে প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর