সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ২ ওসিসহ আহত ১১

প্রতিদিন ডেস্ক

সড়কে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন যানবাহনের চাপায় আরও দুজনের প্রাণ ঝরেছে। রক্ষা পায়নি পুলিশের পিকআপও। সাতক্ষীরার কালিগঞ্জে বাস-পুলিশ পিকআপ সংঘর্ষে ওসিসহ আহত হয়েছেন তিন পুলিশ। মোট আহতের সংখ্যা ১১। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে পিকআপ ভ্যান চাপায় মো. জনি (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকালে আফজাল সড়কের দেলিয়াই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে খালাকে দেখতে খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই আসেন জনি। খালার বাড়ি থেকে বিকালে মোটরসাইকেল যোগে আফজাল সড়ক দিয়ে নিজ এলকায় ফিরছিলেন। পথে দেলিয়াই বাজার এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে জনি মারা যান। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। দিনাজপুর : দিনাজপুর-            

পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ফরমান আলম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিয়াউর রহমান জিয়া নামে অপর এক মোটরসাইকেল আরোহী। শনিবার রাত ৮টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরমান আলম (২৬) খানসামা উপজেলার হলদীপাড়ার রফিক উদ্দিনের ছেলে। বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন বলেন, কাহারোল উপজেলা থেকে বীরগঞ্জ শহরে যাওয়ার পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের হাটখোলা এলাকায় পেছন দিক থেকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরমান আলম নিহত হন। সাতক্ষীরা : কালিগঞ্জে যাত্রীবাহী বাস ও পুলিশ পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানসহ ১০ জন মারাত্মক আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের হাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি হাসান হাফিজুর রহমানকে বহনকারী পুলিশ পিক-আপটি সাতক্ষীরার দিক থেকে কালিগঞ্জের দিকে যাওয়ার পথে দেবহাটার হাদিপুর এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ পিক-আপটি দুমড়ে-মুচড়ে যায়। মারাত্মক আহত হন ওসি হাসান হাফিজুর রহমানসহ তার সঙ্গে থাকা দুজন কনস্টেবল।

সর্বশেষ খবর