মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিটাগাং এশিয়ান পেপার মিলসকে তরল বর্জ্য শোধনাগার (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট-ইটিপি) না থাকায় ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ইটিপি কার্যকর করার নির্দেশও দেওয়া হয়।

গতকাল দুপুরে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন। শুনানিতে চিটাগাং এশিয়ান পেপার মিলসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মো. সফিউল আলম এবং ব্যবস্থাপক মো. এহছানুল হক আজাদ। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, ইটিপি অকার্যকর রেখে কারখানা চালানো এবং কারখানার ভিতরে একটি প্রাকৃতিক পুকুরে রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য সংরক্ষণের প্রমাণ মিলেছে। এশিয়ান পেপার মিলসের ব্যবস্থাপক মো. এহছানুল হক বলেন, ‘উৎপাদনের জন্য প্রয়োজনীয় সময় আমরা ইটিপি চালু রাখি। তাছাড়া বর্জ্য শোধনের ন্যূনতম যে মান রাখতে হয় তাও রাখার চেষ্টা করি।

কিন্তু পরিবেশ অধিদফতর বলছে, বর্জ্য পানির ক্ষেত্রে সেই মাত্রা বজায় রাখা হয়নি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর