মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ‘স্তালিন’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘স্তালিন’

ঈদের ছুটির রেশ কাটিয়ে সরগরম হয়ে উঠেছে শিল্পকলা একাডেমির নাট্যাঙ্গন। নাট্যকর্মী ও নাট্যানুরাগী দর্শকদের পদচারণায় গতকাল মুখরিত ছিল একাডেমি প্রাঙ্গণ। এদিন সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) প্রযোজিত নাটক ‘স্তালিন’-এর তিন দিনব্যাপী মঞ্চায়নের প্রথম দিন শুরু হয়।

সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় নাটকটির মঞ্চায়ন। জোসেফ স্তালিন শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। যে ইতিহাসের সঙ্গে শুধু রুশরাই নয়, সারা বিশ্ববাসী সংযুক্ত হয়েছে। ১৯২২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থাকাকালে তিনি যে রাজনৈতিক মতবাদ উপস্থাপন করেন, তা আজ বিশ্বব্যাপী ‘স্তালিনবাদ’ নামেই পরিচিত। জোসেফ স্তালিনের জীবনচিত্র নিয়ে রায়হান আখতারের ভাষান্তরে নাটকটির নির্দেশনায় ছিলেন কামালউদ্দিন নীলু। নির্দেশক কামালউদ্দিন নীলু জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের পুরো মঞ্চ ও চারপাশের সঙ্গে নাট্যশালার লবিকে সাজিয়েছেন বিপ্লবের রং লালের সমাহারে। আর এই লালের মধ্যে হাতুড়ি ও কাস্তের সঙ্গে ছিল পাঁচ কোণবিশিষ্ট তারকা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শাহাদাত, সাবিনা সুলতানা, রায়হান আখতার, এ কে আজাদ, মোহাম্মদ রাফী সুমন, শাওন কুমার দে, শিপ্রা দাস, শান্তনু চৌধুরী, সুব্রত প্রসাদ বর্মণ, মর্জিনা মুনা, মেজবাউল করিম, চিন্ময়ী গুপ্তা, কাবেরী জান্নাত প্রমুখ। আজ মঙ্গলবার ও কাল বুধবার একই মিলনায়তনে একই সময়ে অনুষ্ঠিত হবে নাটকটির দ্বিতীয় ও তৃতীয় তথা শেষ দিনের মঞ্চায়ন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর