মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা
ইইউ প্রতিনিধিকে আইনমন্ত্রী

কেবল সাইবার অপরাধ রোধেই ডিজিটাল নিরাপত্তা আইন

নিজস্ব প্রতিবেদক

বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি। এটি সাইবার অপরাধ রোধের জন্য করা হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোরকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বিকালে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী ও ইইউ মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদ- প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনের শাসনের কারণে এবং বিচারিক ও উচ্চ আদালত কর্তৃক সাজা দেওয়ার কারণেই তিনি (খালেদা জিয়া) কারাগারে আছেন। এখানে সরকারের কিছু করার নেই। তিনি বলেন, এতিমের টাকা চুরির অভিযোগে এবং আদালতের কাছে দোষী সাব্যস্ত হওয়ার কারণেই খালেদা জিয়া কারাগারে আছেন। তাকে ছাড়ার বা না ছাড়ার ব্যাপারে সরকারের ভূমিকা নেই।

মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে তার কাছে এ মামলার হালনাগাদ অগ্রগতি তুলে ধরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাই মামলাটি গুরুত্বসহকারে দেখছেন। এ ছাড়া এ মামলা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত শেষ করার সরকারের ইচ্ছার কথাও তাকে জানানো হয়। বৈঠকে বেপজা আইন, শিশু অধিকার আইন, রোহিঙ্গা ইস্যু ও বিচারবহির্ভূত হত্যা নিয়েও আলোচনা হয় বলে জানান আইনমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর