মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

বিএসএমএমইউতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগে মৌখিক পরীক্ষা চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টায় লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরই ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই আন্দোলনকারীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা সোয়া ১১টায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনের জন্য নিয়োগপ্রত্যাশী চিকিৎসকরা উপাচার্য কার্যালয়ের গেটে অবস্থান নেন। কিছুক্ষণ পর পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলনকারী নিয়োগপ্রত্যাশী বলেন, ‘আমরা কোনোমতেই বিএসএমএমইউ থেকে যাব না। প্রয়োজনে আমরা থানায় যেতে রাজি আছি।’ আরেকজন আন্দোলনকারী বলেন, ‘আমরা পরীক্ষা বানচাল করতে আসিনি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। শুধু ভিসির সঙ্গে কথা বলতে চাই।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে সভাপতি ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানকে সদস্যসচিব করে গঠিত ১০ সদস্যের নিয়োগ কমিটি মৌখিক পরীক্ষা নিচ্ছে।

শিক্ষার্থীদের পরীক্ষা বাতিলের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে উপাচার্য কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘ওদের কাজ ওরা করেছে, আমরা আমাদের কাজ করব।’ পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ নানা অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবিতে উচ্চ আদালতে রিট করেছেন অকৃতকার্য কয়েকজন পরীক্ষার্থী। এ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘উচ্চ আদালত যদি নির্দেশ দেয় তাহলে মৌখিক পরীক্ষা বন্ধ বা বাতিল করা হবে। তা না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী পরীক্ষা চলবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর