মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

মার্কেটে বিস্ফোরণ দেয়াল ধসে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার একটি মার্কেটে বিস্ফোরণের ঘটনায় দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়া মোড় বাসস্ট্যান্ডের পাশে মসজিদ রোডের রেহানা প্লাজায় এ ঘটনা ঘটে। ওই মার্কেটে থাকা এক্সিম ব্যাংকে বিস্ফোরণের সূত্রপাত হয়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির কর্মকর্তারা জানান, ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গ্যাস সিলিন্ডার, সেফটি ট্যাংকির গ্যাস নাকি এসির কারণে এই বিস্ফোরণ-তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বিস্ফোরণের খবর পেয়ে সাড়ে ৯টার দিকে ভবনে প্রবেশ করে তারা। পৌনে ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বিস্ফোরণের সময় দেয়ালের একাংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে ইট চাপায় ঘটনাস্থলেই মারা যান টুপি ব্যবসায়ী ফরিদ উদ্দিন (৫০)। জানা গেছে, রেহানা প্লাজার আশপাশে আরও কতগুলো ভবন আছে। তবে বিস্ফোরণে সেগুলোর কোনো ক্ষতি হয়নি। এমনকি ওই ভবনের নিচতলার সূর্যবাণু রেস্তোরাঁ বা অন্যান্য দোকানেরও কোনো ক্ষতি হয়নি। ভবনটির তৃতীয় তলায় হঠাৎ করেই বিকট শব্দ হয় এবং এলাকা কেঁপে উঠে। পড়ে আশপাশের লোকজন দেখতে পান- সেখানে থাকা এক্সিম ব্যাংকের দেয়াল ধসে পড়ছে। ইট-বালু-সাইনবোর্ড পড়ছে। ওই সময় নিচ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়েন ফরিদ উদ্দিন। এমনকি সূর্যবাণু রেস্তোরাঁ থেকে নাস্তা করে বের হওয়ার সময় গ্লাস ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, সেখানে ঠিক কী ঘটেছিল এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসির কম্প্রেসর বিস্ফোরিত হওয়ায় দেয়াল ধসে পড়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের জোন-৬ এর উপ-পরিচালক নজিমুজ্জামান বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের টিম নিয়ে সেখানে উপস্থিত হয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তারা সবাই নিচের সড়ক দিয়ে যাচ্ছিলেন। পরিদর্শনে এটা স্পষ্ট যে- বিস্ফোরণ হয়েছে তৃতীয় তলায় এক্সিম ব্যাংক থেকেই। বিস্ফোরণের কারণে ভবনটির সামনের দেয়াল, দোতলার সামনের দেয়াল, আশপাশের ভবনের দেয়াল, তৃতীয় ও দ্বিতীয় তলার ফ্লোরের ছাদ ধসে পড়েছে। ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর