বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা
দুদকের অভিযান

চট্টগ্রামে রশিদ ছাড়া ভ্যাট আদায়

নিজস্ব প্রতিবেদক

সরকারি করের অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের দোকান থেকে ভ্যাট হিসেবে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা না হওয়ার ঘটনায় গতকাল এ অভিযান চালানো হয়। দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, অভিযানে দেখা যায়, ওই মার্কেটের দোকানগুলোতে রশিদ ছাড়াই ভ্যাট হিসেবে  টাকা আদায় করা হয়। ফলে সরকারি কোষাগারে অর্থ যথাযথভাবে জমা না দেওয়া ও আত্মসাতের সুযোগ রয়েছে মর্মে দুদক টিম প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এ বিষয়ে মার্কেটের দোকানগুলো থেকে যথাযথভাবে ভ্যাটের টাকা আদায় করার প্রমাণ পাওয়া যায়নি। এ অনিয়মের পেছনে কাস্টমস কর্তৃপক্ষের তদারকি ও পদ্ধতিগত ঘাটতি রয়েছে মর্মে দুদক টিম অভিমত দেয়। এদিকে কিশোরগঞ্জের একটি ব্রিজ নির্মাণে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।

ওই কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম বজলুর রশিদের নেতৃত্বে অষ্টগ্রাম উপজেলায় এ অভিযান চালানো হয়। দুদক টিম অষ্টগ্রামের বিল মাকসা সংলগ্ন নদীর ওপর নির্মিতব্য ৪৫০ মিটার দৈর্ঘ্যরে ব্রিজের দরপত্র সংক্রান্ত তথ্য যাচাই করে। এ টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কিনা তা বিস্তারিত জানার জন্য দুদক টিম তথ্য সংগ্রহ করেছে। তথ্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভূমি জরিপ কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম। ওই কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদক টিমের কাছে এলাকাবাসী অভিযোগ করে, ওই এলাকায় সদ্যসমাপ্ত জরিপের সময় ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। দুদক টিম জনসাধারণকে এ ধরনের যে কোনো দুর্নীতির অভিযোগ তাৎক্ষণিকভাবে দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে (১০৬) জানাতে অনুরোধ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর