শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

শ্রম অভিবাসনে চ্যালেঞ্জ খুলনায়

বিদেশে কর্মসংস্থানে অঞ্চলভিত্তিক কোটা ও শ্রমিক দক্ষতা বৃদ্ধির সুপারিশ

সামছুজ্জামান শাহীন, খুলনা

শ্রম অভিবাসনে চ্যালেঞ্জ খুলনায়

২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৪ বছরে খুলনা জেলা থেকে বিদেশে কর্মসংস্থান হয়েছে মাত্র ৩৭ হাজার ৫১৯ জনের। সেখানে গত এক বছরে শুধু কুমিল্লা জেলা থেকেই বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে ৬২ হাজার ৪৪৫ জন। যা খুলনা জেলা থেকে প্রায় ৯৪ দশমিক ৫১ শতাংশ বেশি। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, খুলনা থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনাগ্রহ ও রিক্রুটিং এজেন্সিগুলোর নেটওয়ার্ক কম থাকায় এখানে শ্রমিক অভিবাসনের হারও অনেক কম। এছাড়া আগে থেকেই বিদেশে কর্মরত লোকজন কম থাকায় বৈধ ভিসার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে এ অঞ্চল। পাশাপাশি শ্রমিকের দক্ষতার অভাব, দক্ষতা অর্জনে অনীহা, উচ্চ অভিবাসন ব্যয় ও দালাল চক্রের প্রতারণা শ্রম অভিবাসনের বড় চ্যালেঞ্জ। তবে এ অবস্থা কাটিয়ে উঠতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই মধ্যে দক্ষ জনবল তৈরি করতে খুলনায় দিঘলিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ, খুলনায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের ‘ডাটা ব্যাংক’ তৈরি ও প্রতি উপজেলায় সমহারে বৈদেশিক কর্মসংস্থানের সুপারিশ করা হয়েছে। খুলনায় জনশক্তি রপ্তানিকারক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো’র উপ-পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় জনশক্তি রপ্তানিতে খুলনা পিছিয়ে রয়েছে। ২০১৮ সালে খুলনা থেকে বিদেশে কর্মসংস্থান হয়েছে ৩ হাজার ৪২৫ জনের। তবে চলতি বছরের প্রথম ৫ মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে আরও ১ হাজার ৪০৬ জনের। এদিকে জনশক্তি রপ্তানিতে বৈষম্য কাটিয়ে উঠতে সরকারি ব্যবস্থাপনায় সচেতনতা ও তরুণদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের কথা জানালেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা অর্জনে বহুমুখী উদ্যোগের ফলে অভিবাসনে আরও বেশি সম্ভাবনা তৈরি হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন বলেন, বিশেষ পদক্ষেপ হিসেবে খুলনাসহ পিছিয়ে পড়া ২২টি জেলায় অভিবাসনের ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর