শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা
বাজেট : ২০১৯-২০

২৮ হাজার ৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বিদ্যুৎ-জ্বালানি খাত

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের বাজেটেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোটা অঙ্কের অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে এ খাতের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ হাজার ৫১ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় এক হাজার ৫৪৯ কোটি টাকা বেশি। অর্থাৎ টাকার অঙ্কে ব্যয় বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ। গতকাল বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উল্লেখ করেন, দেশের ৯৩ শতাংশ এলাকার মানুষ বর্তমানে বিদ্যুতের সুবিধাভোগী। বিদ্যুৎ খাতের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দেশে এখন ১৪ হাজার ২০২ মেগাওয়াট ক্ষমতার ৫৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ ছাড়া পাঁচ হাজার ৮০১ মেগাওয়াট ক্ষমতার নতুন আরও ১৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি হয়েছে এবং এক হজার ৪১০ মেগাওয়াট ক্ষমতার নতুন ৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য টেন্ডারের কাজ চলমান আছে। অর্থমন্ত্রী আরও জানান, নতুন করে ১৯ হাজার ৬৫০ মেগাওয়াট ক্ষমতার আরও ১৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ শিগগিরই নেওয়া হবে। বর্তমানে ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ১২০০ মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি ও পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে।

এ ছাড়া মহেশখালীতে যৌথ বিনিয়োগে ১০ হাজার মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এলএনজি টার্মিনাল নির্মাণ ছাড়াও নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের প্রক্রিয়া চলছে। এ ছাড়া স্থল ও সাগর থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদের তেল-গ্যাস অনুসন্ধানের কার্যক্রমও নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর