শিরোনাম
শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

পুঁজিবাজারে পরিবর্তন আসবে বাজেট ব্যবসাবান্ধব

চট্টগ্রামে দুই চেম্বারের বাজেট প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের ব্যবসায়ীদের দুই শীর্ষ সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে, বাজেটের মাধ্যমে পুঁজিবাজারে পবির্তন আসতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম-ঢাকা দ্রুতগতির ট্রেন এবং বে-টার্মিনাল অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স বলছে, বাজেট ব্যবসাবান্ধব এবং সময়োপযোগী। দি চিটাগাং চেম্বার অব কমার্স পরিচালকম লীর পক্ষে সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন, ‘এসএমই খাতের উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রাজস্ব আহরণের আওতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে প্রস্তাবিত বাজেট। বাজারে বেশিরভাগ দ্রব্যমূল্যের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সরকার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অব্যাহত সুযোগ-সুবিধার পাশাপাশি কিছু নতুন সুযোগ সৃষ্টি করেছে। স্থানীয় সরকার, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বরাদ্দের ফলে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে ও দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে।’ অপর এক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রথম বাজেট ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। বর্তমানে জাতি পেয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট। এতেই অনুমেয় হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, রাজস্ব আহরণ বৃদ্ধি, রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি এবং প্রয়োজনীয় বৈদেশিক সহায়তার ব্যবস্থা থাকলে সরকারকে ব্যাংক ঋণ গ্রহণ কমিয়ে রাখতে পারলে দেশের অর্থ তারল্য সংকট সৃষ্টি হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর