শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজেট কমল সংস্কৃতি খাতে

সাংস্কৃতিক প্রতিবেদক

বাজেট কমল সংস্কৃতি খাতে

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ কমেছে। নতুন প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৭৫ কোটি টাকা; যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫০ কোটি কম। গত অর্থবছরের এ খাতে সংশোধিত বাজেটে ছিল ৬২৫ কোটি টাকা।

সুরের আসর ‘গানের ঝরনাতলায়’ শুরু : বেঙ্গল শিল্পালয়ে শুরু হলো ‘গানের ঝরনাতলায়’ শিরোনামে তিন দিনের সংগীতাসর। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের শাস্ত্রীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে গত সন্ধ্যায় শুরু হয় তিন দিনের এ আসর। এর আগে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। কাল শেষ হবে এ আয়োজন। কবি আলাওল স্মরণে বাংলা একাডেমি : একক বক্তৃতানুষ্ঠানের মধ্য দিয়ে কবি আলাওলকে স্মরণ করেছে বাংলা একাডেমি। গতকাল বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষের এ আয়োজনে ‘আলাওলের কবি-কৃতি’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক গোলাম মুস্তাফা। একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর