শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ই-লার্নিং টেকসই করতে কনটেন্ট মানসম্মত করতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হতে হবে টেকসই এবং সাশ্রয়ী। দেখা গেল অনেক টাকা খরচ করে কোনো সিস্টেম চালু করা হলো কিন্তু কিছু দিন পর তা আর কাজ করল না। এমন হলে চলবে না। তাই ই-লার্নিং টেকসই করতে কনটেন্ট মানসম্মত করতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘মাধ্যমিক পর্যায়ে শিখন-শেখানো কার্যক্রমে ই-লার্নিং এর ব্যবহার’ বিষয়ক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে কত কম খরচে, কীভাবে ভালো সার্ভিস পাওয়া যায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক এর সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। গোলটেবিলে শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পর্যায়ের আইসিটি বিশেষজ্ঞরা অংশ নেন। মুহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমান সময়ে আইসিটি শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল জগতে এ দেশীয় আইসিটি বিষয়ক কনটেন্টের স্বল্পতা রয়েছে। কীভাবে কম খরচ করে শিক্ষাক্ষেত্রে আইসিটির ক্ষেত্রে বেশি সুবিধা পাওয়া যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর