শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বিদেশ থেকে প্রবাসীদের টাকা পাঠাতে প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর বিশেষ সুবিধা প্রদানে আগামী বাজেটে প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে প্রবাসীদের পাঠানো অর্থের ক্ষেত্রে বাড়তি ব্যয় কমানো ও বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করতে বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা বলা হয়েছে। এজন্য প্রস্তাবিত বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে বৈধ পথে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়বে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে বলে আশা প্রকাশ করা হয়। এ ছাড়া প্রবাসী কর্মীদের বীমাসুবিধায় আনার কথাও বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বীমাসুবিধা না থাকায় দুর্ঘটনা ও নানাবিধ কারণে প্রায়ই তাদের পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এজন্য প্রবাসী কর্মীদের বীমাসুবিধায় আনতে আগামী অর্থবছরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর