শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বেনাপোলে বাড়তি সতর্কতা জারি

মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেনাপোল প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন বেনাপোল  ও শার্শা থানার  সীমান্ত অতিক্রম করে যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বাড়তি সর্তকতা জারি করেছে বেনাপোল পোর্ট থানা, শার্শা থানা, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি। বেনাপোল ও শার্শা থানার সীমান্ত এলাকায়  বিজিবির পক্ষ থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি হিলি ইমিগ্রেশনে এসে পৌঁছালে এই সতর্কতা জারি করা হয়েছে। আলোচিত এই পুলিশ কর্মকর্তার বাড়ি যশোর সদর উপজেলা হওয়ায় যশোর কোতোয়ালি থানায় তার নামে একটি গ্রেফতারি পরোয়ানা এসেছে।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার চিঠির বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই পুলিশের হেডকোর্য়ার্টার থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমাদেরকে ওসি মোয়াজ্জেমের পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করেছি যাতে তিনি এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে গমন করতে না পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর