শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ে এখনো পর্যটকের ভিড়

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড়ে এখনো  পর্যটকের ভিড়

ঈদ শেষ হলেও আমেজ কাটেনি এখনো। ফলে পাহাড়ে পর্যটকের ভিড় লেগেই আছে। হ্রদ-পাহাড়ের মিতালি ও প্রকৃতির টানে দূর-দূরান্ত থেকে আসছেন দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক। সবমিলিয়ে সবুজ অরণ্যের রাঙামাটি মেতে আছে পর্যটকের উৎসবে। খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি শহরের সবকটি আবাসিক হোটেল, মোটেল, সরকারি রেস্ট হাউস এখনো পরিপূর্ণ। কোথাও রুম খালি নেই। চালু রয়েছে অগ্রিম বুকিংও। ফলে ব্যস্ত সময় পাড় করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গতকালও রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্র ছিল লোকে লোকারণ্য। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে আগত পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু, শুভলং ঝরনা, প্যাদা টিং টিং, পালওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক ও কাপ্তাই-আসাম বস্তি সড়ক এবং বড়আদামসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান। রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, ঈদের পর দিন থেকে রাঙামাটিতে পর্যটক আশা শুরু হয়েছে। এখনো আসছেন। এ অবস্থা অব্যাহত থাকবে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তাই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে হচ্ছে।

সর্বশেষ খবর