শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

বজ্রপাতে চার জেলায় আটজন নিহত

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে গতকাল তিন জেলায় ৮জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন পাবনায় ৫জন, নেত্রকোনায় ১জন, সিরাজগঞ্জে ১জন, নাটোরে ১জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

পাবনা : পাবনার বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চড়ে বাদাম তুলছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন জিনাত প্রামাণিকের ছেলে আবদুল মান্নান (৫০), হবি মোল্লার ছেলে আবদুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)। আহত একই গ্রামের ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৬) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুড়ি হাওরের ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পাশে হাওরের ডোবায় গতকাল সকালে ঠেলা দিয়ে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আবদুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)।  সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধামকৈল গ্রামে বজ্রপাতে রোমেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও মারা গেছে। নিহত রোমেনা বেগম ধামকৈল গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। নাটোর : নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ছবিলি বেওয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছবিলি বেওয়া উপজেলার জুমাইনগর গ্রামের মৃত নাসের প্রামাণিকের স্ত্রী।

সর্বশেষ খবর