শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেক বলেছেন, পাকিস্তানের ২৩ বছরের অত্যাচার, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের ফসল আজকের এই বাংলাদেশ। সুতরাং বঙ্গবন্ধু ঘোষিত ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,  অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন,অধ্যাপক ডা. কামরুল হাসান খান, মো. শফিকুর রহমান এমপি, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, লেখক ও সাংবাদিক অজিত কুমার সরকার প্রমুখ।

 বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু পরিষদের নেতা মতিউর রহমান লাল্টু সভা সঞ্চালনা করেন।

ড. আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু জাতীয়তাবাদী মহান নেতা ছিলেন। বাঙালির মুক্তি ও স্বাধীনতার কথা সব সময় তিনি ভাবতেন। বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন।

সর্বশেষ খবর