শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজেট ইতিবাচক

-বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারার প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সাধারণভাবে ইতিবাচক বাজেট ঘোষিত হয়েছে। তবে বাজেটে মোবাইল ফোনে কথা বলার খরচ, সঞ্চয়পত্রের লাভে দ্বিগুণ কর, কালো টাকা সাদা করার সুযোগ, ব্যাংক সংস্কার এবং শিক্ষার উন্নয়নে দৃঢ় পদক্ষেপ না থাকার কথা সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি।’

গতকাল বিকালে বিকল্পধারার বাড্ডার কার্যালয়ে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক  জোটের সমাবেশে বক্তারা বলেছেন, প্রস্তাবিত বাজেট উন্নয়ন ও গণমুখী। এ বাজেটে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি সাধিত হবে। কৃষক ও শ্রমজীবী মানুষের ক্ষেত্রে সহায়তা হবে। গতকাল জাতীয়  প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।

ধোয়াবিহীন তামাকপণ্যে শুল্ক বৃদ্ধিতে প্রশংসা : প্রস্তাবিত বাজেটে ধোঁয়াবিহীন তামাকপণ্যের সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় তামাকবিরোধী সংগঠন ‘আত্মা’ ও ‘প্রজ্ঞা’ অর্থমন্ত্রীর প্রশংসা করেছে। সংগঠন দুটি ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে, ধোঁয়াবিহীন তামাকপণ্যে করারোপের ক্ষেত্রে প্রচলিত ট্যারিফ ভ্যালু প্রথা বাতিলের জন্য তামাকবিরোধী আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে বাজেটে প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৩০ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে সম্পূরক শুল্ক হবে ৫০%। ওজনের ওপর ভিত্তি করে জর্দা ও গুলের মূল্য নির্ধারণ করার ফলে এসব পণ্য থেকে কর আদায়ের জটিলতা কিছুটা হলেও সহজ হবে এবং আদায়কৃত করের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সংখ্যাগরিষ্ঠ তামাক ব্যবহারকারী জনগোষ্ঠীকে জর্দা-গুল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষার ক্ষেত্রে অর্থমন্ত্রীর এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর