সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা
মান্নাকে ড. হাছান মাহমুদ

মানুষ যেন আপনাকে ফোর টুয়েন্টি না ভাবে

নিজস্ব প্রতিবেদক

মানুষ যেন আপনাকে ফোর টুয়েন্টি না ভাবে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ করে বলেছেন, মানুষ যেন আপনাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ না ভাবে। মাহমুদুর রহমান মান্না নতুন (২০১৯-২০) অর্থবছরের বাজেটকে ফোর টুয়েন্টি বাজেট হিসেবে মন্তব্য করায় সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন  তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ মাহমুদুর রহমান মান্নাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ যেন না ভাবে, কারণ কারও সমালোচনা করতে হলেও তার মধ্যে ভদ্রতা, সভ্যতা ও শিষ্টাচার থাকা প্রয়োজন। আমি ভেবে পাই না, উনি তো ছাত্ররাজনীতিও করেছেন। উনি কীভাবে এমন ভাষায় সমালোচনা করেন। সমালোচনা করার অধিকার সবার আছে, শেখ হাসিনা সরকার সমালোচনা গ্রহণ করে। বিএনপি ও বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের সমালোচনা বা বক্তব্য দেওয়ার সময় ভদ্রতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে অনুরোধ করব, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখুন। সরকার উচ্ছেদের আগে এই কাজটি খুব জরুরি।

তিনি বলেন, বাজেট দেওয়ার পর বিএনপি, সিপিডি ১০ বছর ধরে একই সমালোচনা করে আসছে যে, বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়ন যোগ্য নয়, গরিব মানুষের কল্যাণ বয়ে আনবে না। গত ১০ বছরে দেশে দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে প্রায় দুই হাজার ডলারে উন্নীত হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। স্বল্প আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমার প্রশ্ন, আমরা ভুল বাজেট দিলে এসব অর্জন কীভাবে হলো? ১৫ কোটি মানুষের ৪০ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে শুরু করে বর্তমানে ১৭ কোটি মানুষের দেশে ১৫ থেকে ২০ লাখ টন খাদ্য উদ্বৃত্ত। ফলে সরকার চাল রপ্তানির চিন্তা করছে। বাজেট বাস্তবায়নের হার শতকরা ৯৩ থেকে ৯৫ ভাগ বাস্তবায়ন হয়েছে। কোনো কোনো বছর বেশিও হয়েছে। উন্নয়ন বাজেট ৯০ ভাগ বাস্তবায়ন হয়েছে। তারপরও তারা বলছে বাস্তবায়ন হয়নি। মানুষের স্বপ্ন না থাকলে সে বেশিদূর এগিয়ে যেতে পারে না। হাছান মাহমুদ বলেন, এবারের বাজেট চমৎকার বাজেট হয়েছে। শিল্প ও ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট। ব্যবসা বাড়লে কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে।

সর্বশেষ খবর