মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

এমপিওভুক্ত হচ্ছেন সেই ইবতেদায়ি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

সরকারের বেতন কাঠামোর মধ্যে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। আগে ক্ষুদ্র পরিমাণে অনুদান পেলেও এ শিক্ষকরা এখন নিয়মিত মাসিক বেতন পাবেন। পাবেন বৈশাখী আর উৎসব ভাতাও।

শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির জন্য আর্থিক সংশ্লেষের সার-সংক্ষেপ প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেশ করলে তিনি অনুমোদন দিয়েছেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই তাদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে। শিক্ষা     মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ৪ হাজার ৩১২টি। এসবের মধ্যে এক হাজার ৫১৯টি মাদ্রাসার প্রধান শিক্ষক সরকারের কাছ থেকে মাত্র আড়াই হাজার টাকা অনুদান পান। জুনিয়র শিক্ষক ও জুনিয়র মৌলভীরা অনুদান পান দুই হাজার ৩০০ টাকা। কিন্তু বাকি ২ হাজার ৭৯৩টি মাদ্রাসার শিক্ষকরা সরকারের কাছ থেকে কোনো বেতন বা অনুদান পান না। বৃহৎ অংশের শিক্ষকরা এই ভাতা  থেকে বঞ্চিত।

 

সর্বশেষ খবর