মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

টিআইএন নিতে হবে শহরের বিদ্যুৎ গ্রাহককে

নিজস্ব প্রতিবেদক

দেশের শহর এলাকায় এখন থেকে করদাতা শনাক্তকরণ নম্বর-টিআইএন ছাড়া মিলবে না বিদ্যুতের সংযোগ। এর সঙ্গে শহরে বসবাসকারী এক কোটি তিন লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে যাদের টিআইএন নেই, তারাও বাধ্যতামূলকভাবে করের আওতায় আসছেন। তবে গ্রামীণ জনপদে পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য এ বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এসব তথ্য নিশ্চিত করে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল বাংলাদেশ প্রতিদিনকে            বলেন, প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার পর দ্রুততার সঙ্গে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হবে। পল্লী বিদ্যুৎ ছাড়া, যেসব বিদ্যুৎ গ্রাহকের টিআইএন নেই, তাদের করের আওতায় আনা হবে। সরকারি তথ্যমতে, সারা দেশে মোট বিদ্যুৎ গ্রাহক আছেন ৩ কোটি ৩৪ লাখ। এর মধ্যে পল্লী বিদ্যুতের মোট গ্রাহকের সংখ্যা ২ কোটি ৩১ লাখ। অর্থাৎ পল্লী বিদ্যুতের সংযোগ ছাড়া দেশের শহর এলাকায় ১ কোটি ৩ লাখ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন, যাদের করের আওতায় আনতে ঘোষিত বাজেটে প্রস্তাব করা হয়েছে। এনবিআরের একটি সূত্র জানিয়েছে, বিদ্যুতের গ্রাহক ছাড়াও অন্যান্য সেবা সংস্থাগুলোর মধ্যে যাদের পানি ও গ্যাসের সংযোগ আছে, তাদেরও টিআইএন বাধ্যতামূলক করার চিন্তা-ভাবনা করছে সরকার। সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে করদাতার সংখ্যা বাড়িয়ে ১ কোটিতে উন্নীত করতে চায় সরকার। তারই অংশ হিসেবে নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। আর পুরনো গ্রাহকদের মধ্যে যাদের টিআইএন নেই, তাদের কিছুটা সময় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনবিআর।

 

সর্বশেষ খবর