মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা
এসআই নিয়োগ পরীক্ষা

প্রক্সি দিয়ে ঢাবি জবির দুই ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়োগের পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী। তারা হলেন মোহাম্মদ জাহিদ হোসেন (২৭) ও মো. শাহ আলম (২৬)। লাখ টাকার চুক্তিতে অন্য পরীক্ষার্থীর হয়ে এ পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেছেন তারা। জাহিদ ও শাহ আলমকে রবিবার আটক করে আদালতে পাঠানো হয় বলে জানান নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী।

তিনি বলেন, নগরীর দামপাড়ায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজ ও ওমরগনি এমইএস কলেজে পরীক্ষার হল থেকে তাদের আটক করা হয়। জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। ঢাবির জসীমউদ্দীন হলের ৩৩২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র জাহিদ এবং শাহ আলম জবির বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। উল্লেখ্য, রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে শুরু হয়েছে তিন দিনের এসআই নিয়োগের পরীক্ষা।

সর্বশেষ খবর