মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা
ভেজাল বিরোধী অভিযান

চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়। সংস্থাটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারি পরিচালক আফরোজা রহমান ও আবদুল জব্বার মন্ডল। জানা যায়, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জাহানারা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের অভিযোগে ডে-নাইট রেস্টুরেন্ট ও নিউ স্টার রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অভিযোগে লাকি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সর্বশেষ খবর