বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে হঠাৎ দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে (১০৬) ভুক্তভোগীদের দেওয়া অভিযোগের পর চট্টগ্রামের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ‘হঠাৎ’ অভিযান চালিয়েছেন দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাওয়াসহ নানাবিধ অভিযোগ পেয়েই সরেজমিন গেলে সত্যতাও পেয়েছে দুদকের টিম। গতকাল  দুপুরে নগরীর পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাৎক্ষণিক দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক জাফর আহমদ এ অভিযান পরিচালনা করেন বলে জানান দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন। তিনি বলেন, অভিযানে কোনো দালালকে আটক করা না গেলেও পাসপোর্ট অফিসের বিভিন্ন নথিপত্র দেখা হয়েছে। এতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে পাসপোর্ট অফিসে দালালের আনাগোনাসহ নানাবিধ অনিয়ম বন্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আল আমীন মৃধা বলেন, দুদকের একটি টিম পরিচয়  গোপন রেখে প্রায় দেড় ঘণ্টা পাঁচলাইশ আঞ্চলিক  পাসপোর্ট অফিসে অবস্থান করে। পরে দুদকের কর্মকর্তারা বিভিন্ন বিষয় আলোচনায় পাসপোর্ট অফিসে সেবার মান আরও বাড়াতে পরামর্শ দিয়েছেন। লোকজন যাতে দ্রুত সময়ে পাসপোর্ট পান সে বিষয়টি নিশ্চিত করার জন্যও তাগিদ দিয়েছেন। আমাদের অফিসে কোনো দালাল নেই।

 তবে বর্তমানে নির্দিষ্ট সময়ে অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না এমন অভিযোগ আছে। কারণ ঢাকায় প্রিন্টিং মেশিন ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট দিতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর