বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা
উপজেলা নির্বাচন

কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি সুষ্ঠু : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

কয়েকটি ঘটনা ছাড়া উপজেলার শেষ ধাপের ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। গতকাল পঞ্চম ধাপে ২০ উপজেলার ভোট শেষে এ কথা বলেন তিনি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট চলে। ভোট শেষে নির্বাচন ভবনে নিজের কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব। ইসি সচিব মো. আলমগীর বলেন, ভালো, খুব ভালো। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে প্রতিটি কেন্দ্রেই। সামান্য একটু সমস্যা হয়েছিল। কয়েকটি ঘটনা ছাড়া বাকি উপজেলাগুলোয় ভোট মোটামুটি  সুষ্ঠু হয়েছে। তিনি জানান, দু-একটি কেন্দ্রে সামান্য একটু গ গোলের চেষ্টা করেছে দুষ্ট লোকজন। কিন্তু তারা সফল হয়নি।

যেমন ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে ইভিএম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তা পারেনি। তাদের গ্রেফতারও করা হয়েছে। এরপর অল্প কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল। ইভিএম রি-ইনস্টল করে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।

 একটা উপজেলায় কিছু লোক জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেছিল। তারা পাঁচটি ব্যালট পেপারে জোর করে ভোট দিয়েছিল। ওই পাঁচটি ভোট বাতিল করে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতারও করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এ ধাপে চারটি উপজেলার সব কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। ইভিএম কেন্দ্রগুলোর ভোটে যদি রাত ৮টার পরে ফল পাই, ফলাফল দ্রুত দেওয়ার প্রচেষ্টা চলছে।

গতকাল শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙাবালি, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জের বন্দর, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর, রাজশাহীর পবা, নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া, ফেনীর ছাগলনাইয়া ও খুলনার ডুমুরিয়া উপজেলায় ভোট হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর