বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা
খুলনায় সেমিনার

তথ্য অধিকার আইন ঢাল হিসেবে ব্যবহার হয়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তথ্য প্রদানের ক্ষেত্রে সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা তথ্য অধিকার আইনকে ঢাল হিসেবে ব্যবহার করেন। অনেকের এই আইন সম্পর্কে ভালো ধারণাও নেই। তথ্য প্রদানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নামে কালক্ষেপণ করা হয়। গতকাল খুলনায় ‘তথ্য অধিকার আইন ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তারা এসব মন্তব্য করেন। খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে আঞ্চলিক তথ্য অফিস এ সেমিনারের আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন    খুলনা  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন, তথ্য জনগণকে ক্ষমতায়িত করে তোলে। তবে এ আইনের অপব্যবহার করা যাবে না। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম জাভেদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর