বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। অথচ তিনিই কিনা এমবিবিএস ডিগ্রিধারী পরিচয় দিয়ে খুলেছেন চেম্বার। রোগী দেখেও ব্যবস্থাপত্র দিচ্ছিলেন প্রতিনিয়ত। অবশেষে সেই ভুয়া চিকিৎসক বিকিরণ বড়ুয়ার মুখোশ উন্মোচন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে নগরের দক্ষিণ পতেঙ্গা বিজয়নগর এলাকার আয়েশা মেডিকেলে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, সিভিল সার্জনের কার্যালয় ও র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান বলেন, বিকিরণ বড়ুয়া উচ্চমাধ্যমিক পাস করলেও নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করতেন। এ প্রতারণার জন্য তাকে ছয় মাসের কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ভেজাল ও অনুমোদনহীন বিভিন্ন ওষুধ বিক্রির অপরাধে বিকিরণ যে ফার্মেসিতে চেম্বার খুলেছিলেন, তার মালিক ফরিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

তাহমিলুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে বিকিরণ দাবি করেন তার বিএমডিসি নিবন্ধন আছে। তবে সিভিল সার্জন অফিসের চিকিৎসক ওয়াজেদ চৌধুরী অভি ওয়েবসাইটে খুঁজে এ নম্বরে বিকিরণের নাম পাননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর