বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

আজহারুলের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শুরুর পর আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন। এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদ- ঘোষণা করে রায় দেয়। এ টি এম আজহারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ছয়টি অভিযোগ আনে প্রসিকিউশন। রায়ে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়।

এরপর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে খালাস চান আজহারুল ইসলাম। আপিলে তার খালাসের পক্ষে যুক্তি রয়েছে প্রায় ১১৩টি। ২০১৫ সালের ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন এ আপিল দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর