বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

তিন ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা ১ হাজার ৬শ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদ  দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ  দেওয়া হয়েছে। গতকাল ঢাকার ৫-নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। দন্ড প্রাপ্ত আসামিরা হলেন- যশোরের শার্সা থানার ছদর আলীর ছেলে তাইজুল ইসলাম, রাজবাড়ীর গোয়ালন্দ থানার বড় মসজিদ এলাকার দৌলতদিয়ার মৃত রাজাইর ছেলে   শাহজাহান ও ফরিদপুরের মধুখালী থানার পুকুরিয়া এলাকার মো. সাহেবের ছেলে জাকির হোসেন। রায় ঘোষণার পরে আসামি তাইজুল ইসলামকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অন্য আসামি শাহজাহান ও জাকির পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দলের সদস্য। আসামিদের অপরাধ অমার্জনীয়। কারণ আসামিরা অবৈধভাবে মাদক এনে দেশের লাখ লাখ যুবকের ভবিষ্যৎ ধ্বংস করার কাজে লিপ্ত। সাধারণ নাগরিকসহ মেধাবী জনগোষ্ঠীর একাংশ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। জাতি মেধাশূন্যতার দিকে এগোচ্ছে। আসামিদের এমন কাজের ফলে দেশ থেকে কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৬শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এ মাদক ব্যবসায়ীরা বেনাপোল থেকে ট্রাকে করে জব্দ করা ফেনসিডিল ঢাকায় আনে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়। পরে ঘটনার তদন্ত করে পুলিশ ২০০৮ সালের ১৪ অক্টোবর তাইজুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার চলাকালীন ২০১৪ সালের ১৪ নভেম্বর আসামি ফজলুর রহমান মারা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর