শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

চিঠি যাচ্ছে আওয়ামী লীগের তৃণমূলে

উপজেলা ইউনিয়নে দ্রুত সম্মেলনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

চিঠি যাচ্ছে আওয়ামী লীগের তৃণমূলে

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটির সম্মেলন শেষ করার তাগিদ দিয়ে জেলা-উপজেলায় চিঠি পাঠানো হচ্ছে। সম্মেলনের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার জন্যও নির্দেশনা দেওয়া হচ্ছে। গত বুধবার রাতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের দফতরকে চিঠি তৈরি করার নির্দেশ দিয়েছেন। দলের একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানিয়েছেন। সূত্র জানায়, আগামী অক্টোবরে শেষ হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ। সে মাসেই সম্মেলন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এ কারণে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলনে জোর দিচ্ছে দলের হাইকমান্ড। সম্মেলনের পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য তৃণমূলে চিঠি দেওয়ার তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর আওয়ামী লীগের  এক অনুষ্ঠানে কাদের বলেন, নতুন কর্মী সৃষ্টি করতে হবে। কারণ কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ চলতে পারে না। দলে (আওয়ামী লীগ) অনেক সাহসী এবং ত্যাগী নেতা ছিলেন, যাদের আমরা হারিয়েছি।

তিনি বলেন, উপজেলা-ইউনিয়নে আগামী অক্টোবরের মধ্যে সম্মেলন শেষ করতে হবে। দুই-এক দিনের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের চিঠি দিতে হবে। 

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, যেসব জেলা-উপজেলায় সম্মেলনের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করে কমিটি গঠনের তাগাদা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলায় সম্মেলন শেষ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর