শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

বিএনপি কার্যালয়ের সামনে ফের ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি কার্যালয়ের সামনে ফের ছাত্রদলের অবস্থান

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে এক দিন বিরতি দিয়ে গতকাল এ কর্মসূচি পালন করেন তারা।  গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন কয়েকশ নেতা-কর্মী। এ সময় তারা সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। নতুন কমিটি গঠনে বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দাবিতে গত মঙ্গলবার নয়াপল্টন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন বিক্ষুব্ধ নেতারা। পরে ওই দিন রাতে দাবি পূরণে সার্চ কমিটির (ছাত্রদলের কমিটি গঠনে বিএনপি গঠিত সার্চ কমিটির সদস্যরা) আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন তারা। পরে নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্য ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর