শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান রাসিক মেয়র লিটনের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল বেলা ১১টায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে বিশ^পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান মেয়র। রাজশাহী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রত্যেক নাগরিকের প্রতি বছর তিনটি করে গাছ লাগানো উচিত। সবাইকে একটি কাঠ গাছ, একটি ফল গাছ ও একটি ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশের জন্য প্রতি বছর এভাবে গাছ লাগাতে হবে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সদরুল ইসলাম, পরিবেশ অধিদফতর রাজশাহীর পরিদর্শক জাহারুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর