শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’

সাত দেশের অংশগ্রহণে শিল্পকলা একাডেমিতে শুরু হলো সাত দিনব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’। ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল ও বাংলাদেশের দুটি নাট্যদলসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে এ উৎসবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এ উৎসবের বাস্তবায়নে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র। উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তৃতা করেন আইটিআই বাংলাদেশের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। শুভেচ্ছা বক্তৃতা করেন আইটিআইর সম্মানিক বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যনির্দেশক রতন থিয়াম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর