শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

৯৫ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির তথ্য ঠিক নয় : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৯৫ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির তথ্য সঠিক নয়। ওষুধ প্রশাসন অধিদফতর বিষয়টি কঠোরভাবে মনিটর করে। সরকারের পক্ষ থেকে আমরা বিষয়টি দেখাশোনা করতে সচেষ্ট রয়েছি। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে আমরা কাজ করছি। উচ্চ আদালতের রায় পেলে আমরা সে মতো দ্রুত ব্যবস্থা নেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর