শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা
নেপাল-বাংলাদেশ স্টিয়ারিং কমিটির সভা

নেপালের বিদ্যুৎ খাতে বিনিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা ও বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানের নেপালের বিদ্যুৎ খাতে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নেপাল সরকার সে দেশে ২০টি জলবিদ্যুৎ প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে কোন কোন প্রকল্পে বাংলাদেশের প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ রয়েছে তা উভয় দেশ খতিয়ে দেখবে। গতকাল বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-নেপাল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা  অনুষ্ঠিত হয়। সেই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  কক্সবাজারের একটি হোটেলে এ সভায় বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস এবং নেপালের পক্ষে বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচ সচিব দিনেশ কুমার ঘিমি নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর