শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকে দেশ সয়লাব। খুন-ধর্ষণ ও ইভ টিজিং বন্ধে বিভিন্ন উদ্যোগ কোনো কাজে আসছে না।

সমস্যার মূল জায়গায় না গিয়ে উপরে উপরে যত চেষ্টাই করা হোক না কেন তা কোনো কাজে আসবে না। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, ইসলাম যেখানে আছে সেখানে কোনো সন্ত্রাস, দুর্নীতি ও মাদক থাকতে পারে না। ইসলাম সন্ত্রাস দমন নয়, মূলোৎপাটনে বিশ্বাসী। কাজেই সব ধরনের অশান্তি থেকে বাঁচতে হলে সবাইকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে। পীর    বলেন, বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানে মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও একথা স্পষ্ট যে, বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটও গতানুগতিক। এ বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে শোষণ করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ খবর