শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

দেশে ফিরলেন তিউনিসিয়ায় উদ্ধার ১৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

দেশে ফিরলেন তিউনিসিয়ায় উদ্ধার ১৭ বাংলাদেশি

ট্রলারযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই ১৭ জনের মধ্যে ৮ জন মাদারীপুরের, ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন। এ ছাড়া একজন করে রয়েছেন নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, মৌলভীবাজার ও সুনামগঞ্জের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। যার মধ্যে ফিরলেন ১৭ বাংলাদেশি। উদ্ধার হওয়া ৬৪ জনের মধ্যে অন্যদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে। তিউনিসিয়া থেকে দেশে ফিরে আসা লোকজনের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক নামে একজন। তার বাবা আবদুল জব্বার সাংবাদিকদের বলেন,   ‘এলাকার এক লোক লিবিয়া থাকে। সে বলেছে, সাড়ে চার লাখ টাকায় ছেলেকে ইউরোপে নিয়ে যাবে। নিজের জমানো সব টাকা আর ধার করে টাকা জোগাইছি। ছেলে ধরা পড়েছে শোনার পর থেকে নাওয়া-খাওয়া বন্ধ। এখন কী করব জানি না।’

সর্বশেষ খবর