রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্যাংক ও পুঁজিবাজার নিয়ে সংসদে ক্ষোভ বিরোধীদের

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক ও পুঁজিবাজার নিয়ে সংসদে ক্ষোভ বিরোধীদের

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় এমপিরা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে জঙ্গিবাদ সৃষ্টি করে, আর এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুলিয়া মাথায় নিয়ে লন্ডনে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারপরও সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে। বিরোধীদলীয় সদস্যরা বলেছেন, দেশে বেসরকারি ও ব্যক্তি বিনিয়োগ অনেক কম। ব্যাংক ও পুঁজিবাজারের অবস্থা খুবই খারাপ। বিনিয়োগকারীরা সুশাসন নিশ্চিত চায়। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এ আলোচনা হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, সরকারি দলের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ফরিদুল হক খান, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, এম এ মতিন, আহসানুল ইসলাম টিটু, সুবর্ণা মুস্তফা, বেগম নার্গিস রহমান, মোহাম্মদ হাছান ইমাম খান, বেগম তামান্না নুসরাত বুবলী, হাফেজ রুহুল আমিন মাদানি ও বেগম রুমানা আলী এবং বিরোধী দল জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি আমলে জঙ্গিবাদের চূড়ান্ত উত্থান ঘটেছিল। সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দিয়ে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর